বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এবং সাধারণ সম্পাদক আবু সাইদ জাকারিয়া উৎপল।
শোভাযাত্রায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে বর্ণিল পরিবেশ সৃষ্টি করেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”