নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের দুঃখেরগাতী গ্রামে স্বর্ণা আক্তার নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যময় মৃত্যু ঘটেছে। কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণার মরদেহ উদ্ধার করা হয় গতকাল, এবং দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ নিয়ে স্থানীয়ভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। কিছু নিকটাত্মীয় ও প্রত্যক্ষদর্শীর দাবি, স্বর্ণা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছেন। তবে অনেকেই সন্দেহ করছেন এটি আত্মহত্যা হতে পারে। প্রকৃত কারণ জানার জন্য স্বর্ণার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, এবং তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ উদঘাটন হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এবং কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর কাইয়ুমের নেতৃত্বে পুলিশের একটি টিম আদমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখেন।
স্বর্ণা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এবং তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে শোকের সুর বয়ে যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।