অন্যান্য

কেন্দুয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 22 March 2025 , 2:46:25 প্রিন্ট সংস্করণ

 

মোঃ সাজ্জাদুল আলম, কেন্দুয়া উপজেলা প্রতিনিধি।

 

শনিবার (২২ মার্চ) সকালে কেন্দুয়া উপজেলার সাঁতারখালি খাল পাড় থেকে তারা মিয়া (৬৯) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করা হয়। আগেরদিন ইফতারের পরে নেত্রকোণা পৌরশহরের আরামবাগ এলাকায় নিজ বাসা থেকে মাজেদা বেগম (৬৩) নামে আরেকজ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত তারা মিয়া কেন্দুয়া উপজেলায় গড়াডোবা ইউনিয়নের ওয়াই উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় বাঁশাটি বাজারে কাঁচামালের ব্যবসা করেতেন। গত শুক্রবার বিকালে মালামাল নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বাঁশাটি বাজারে যান বৃদ্ধ তারা মিয়া। রাতে বাড়ি ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। স্বজনরা সারা রাত খোঁজাখুজি করেন। পরেরদিন সকালের দিকে সাঁতারখালি খালপাড়ে বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

নিহত বৃদ্ধের পরিবার ও স্বজনরা জানান, এলাকায় তারা মিয়ার সাথে কারো শত্রুতা ছিল না। কে বা কাহারা তাকে হত্যা করেছে ধারণা করতে পারছে না নিহতের পরিবার। মৃতদেহের চোখ-মুখ ও কানে জখমের চিহ্ন দেখতে পেয়েছেন নিহত তারার মিয়ার পরিবারের লোকজন।

 

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি পিবিআই ঘটনা তদন্ত করছে,,

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ