প্রতিনিধি 23 February 2025 , 2:32:56 প্রিন্ট সংস্করণ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কেন্দুয়া জয়হরী মাঠে বইমেলা শুরু হয়েছে। এই বইমেলা পাঠকদের মধ্যে নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ এনে দিয়েছে। জ্ঞানের আলো ছড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন বিষয়ভিত্তিক বই পাওয়া যাচ্ছে, যা পাঠকদের মানসিক উন্নতি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়ক হবে।
ভাল বই পড়ার মাধ্যমে মানুষ নিজের চিন্তাভাবনার জগৎকে বিস্তৃত করতে পারে, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান—আসুন, ভাল বই কিনি, পড়ি এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করি।