বলিউডের সুপরিচিত অভিনেত্রী কারিনা কাপুর হিন্দি সিনেমায় দুই দশকেরও বেশি সময় কাটিয়ে দিয়েছেন। তবে তার ক্যারিয়ারের একটা বড় সময় ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা ও রেষারেষির মধ্যে দিয়েই যেতে হয়েছে। এসব প্রতিযোগিতায় টিকে থাকতে গিয়ে নিজের মধ্যে অনেক পরিবর্তন আনতে হয়েছে তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা তার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।
কারিনা বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে গর্বিত। যখন পেছন ফিরে দেখি, তখন কেবল হাসি আসে। আমার জীবনে কোনো আফসোস নেই। কারণ আমি মানুষ হিসেবে নিজেকে বদলাতে পেরেছি, যা আমার ব্যক্তিজীবন ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
কারিনার মতে, বলিউডে রেষারেষির কারণে তার জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে তাকে কঠোর হতে হয়েছিল। তিনি বলেন, ‘আজ আমি অনেক বেশি নম্র হয়েছি, মাটির কাছাকাছি আছি। তবে ১০ বছর আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। তখন প্রচুর প্রতিযোগিতা ছিল, ষড়যন্ত্রের মুখেও পড়তে হতো। তবে কেউ আমাকে অকারণে আঘাত করলে, আমি জেদ ধরে সেই প্রতিযোগিতায় জয়ী হতাম।’
২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা কাপুর। এরপর দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনি প্রচুর অভিজ্ঞতা অর্জন করেছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া তার সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এ দেখা গেছে তাকে। এছাড়া চলতি বছরে তার আরেক সিনেমা ‘ক্রু’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। কারিনাকে আগামীতে রোহিত শেট্টির ‘সিংহাম এগেইন’ সিনেমায় দেখা যাবে, যেখানে তার সহশিল্পী হিসেবে থাকছেন অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।