লালমনিরহাট জেলার উন্নয়ন ও অগ্রতির জন্য সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে "কেমন লালমনিরহাট দেখতে চান?" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ডিসেম্বর রবিবার লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী এ সেমিনারে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার তিস্তা থেকে বুড়িমারি পর্যন্ত সম্পুর্ণ জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক,ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
এ সেমিনারে বক্তারা লালমনিরহাট জেলার বিভিন্ন সমস্যা,সংকট ও সম্ভাবনা তুলে ধরেন এবং লালমনিরহাট জেলাকে আগামীতে কেমন রুপে দেখতে চান তা আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন "লালমনিরহাট প্রান্তবর্তী জেলা হওয়ায় বৈষম্যর স্বীকার হয়েছে,পশ্চাৎগামী লালমনিরহাটকে আমরা এগিয়ে নিয়ে যাবো।সে ব্যাপারে আমরা বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মতামত নিলাম।যদি অদূর ভবিষ্যৎ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় জনগন যদি আমাদের ম্যান্ডেড দেয় তবে আমরা সেই প্রস্তুতি এখন থেকেই নিয়ে রাখতে চাই বলেও জানান তিনি"
কেমন লালমনিরহাট দেখতে চান সেমিনারের বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ও মতামত প্রকাশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির ও সেক্রেটারি সহ অন্যান্য রাজনৈতিক দল ও মতের নেতাকর্মী সহ লালমনিরহাট জেলার ব্যবসায়ী,সমাজ কর্মি,সাংস্কৃতিক কর্মি ব্যবসায়ী,শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ।