প্রতিনিধি 23 August 2025 , 6:08:44 প্রিন্ট সংস্করণ
সাতকানিয়া, চট্টগ্রাম প্রতিনিধি
কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতি লিমিটেডের সদস্য মো. জহির উদ্দিন প্রকাশ জরিফ আলীর মৃত্যুজনিত তহবিল ফান্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কেরানীহাট পিকআপ ভ্যান চালক সমবায় সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাস্টার জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. এহেছান, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. ফরহাদ লিটন, পরিচালক মো. জাহেদ ও সাবেক সভাপতি মো. আমিনসহ সংগঠনের সদস্যবৃন্দ।
পরে প্রয়াত মো. জহির উদ্দিন প্রকাশ জরিফ আলীর পরিবারের হাতে মৃত্যুজনিত তহবিল থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়।