প্রতিনিধি 12 October 2024 , 6:44:26 প্রিন্ট সংস্করণ
এস এম মেহেদী হাসান
এসময় ৫ থেকে ৭জন অস্ত্রধারী ডাকাত বাড়ির পিছন দিয়ে ছাদে উঠে সিঁড়ি দিয়ে ঘরে পাশে অবস্থান করে,প্রবাসী রবিউল ইসলাম এর স্ত্রী বাহিরে যাওয়ার জন্য ঘরের দরজা খুললে ডাকাত দল তাকে ও তার একমাত্র ছেলেকে জিম্মি করে ১.৫ ভরি
(কানের দুল দুই জোড়া, গলার চেন ১টি, পেটি চুড়ি এক জোড়া)
স্বর্ণালঙ্কার, ১ লক্ষ ২০ হাজার টাকা, লুট করে নিয়ে যায়।
শনিবার (১২ অক্টোবর ) আনুমানিক রাত ১ টার দিকে কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাস্তা দফাদারপাড়ায় প্রবাসী রবিউল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।