এস এম মেহেদী হাসান
কেশবপুরে ডিপিএইচই এর অর্থায়নে ‘‘ ইপিআরসি’’ উদ্যোগে পানি বন্দি মানুষের অস্থায়ি আশ্রয়ণ কেন্দ্র স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। কেশবপুর পৌরসভার মধ্যকুল নামক স্থানে যশোর সাতক্ষীরা রোডের পাশে ২টি, অনন্ত সড়কে ১টি, ৬নং কেশবপুর ইউনিয়ের কালিতলা ২টি, সাগরদাড়ি শেখপাড়ার ১টি, ৩নং মজিদপুর ইউনিয়নে প্রতাপুর গাজী পাড়ায় ১টি করে অস্বায়ী সম্মত ল্যাট্রিন স্থাপন করেন। ডকুমেন্টটেশন এন্ড মনিটরিং অফিসার ফারুক জানান, কেশবপুর উপজেলার পানিবন্ধি ৪টি ইউনিয়নে ১৫ টি অস্থায়ি স্থায়ি স্সম্মত ল্যাট্রিন স্থাপন করবেন। আরো বলেন, পানি বন্ধি মানুষের খাদ্যের পাশাপাশি অস্থায়ি ল্যাট্রিন প্রয়োজন। সেই বিবেচনা স্বা¯’্যসম্মত ল্যাট্রিন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। কেশবপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যকুল গ্রামের ফরিদা বেগম (৪২) জানান চারিদিকে পানি আর পানি। ঘরবাড়ি ছেড়ে মানুষ রাস্তার উপর এসে বসবাস করছে। পানির কারনে ল্যাট্রিনের যাওয়া উপায় নাই। তাই যারা আমাদের ল্যাট্রিন তৈরি করে দিয়েছন তাদের জন্য দোয়া করি। মধ্যকুল গ্রামের বাবুল রানা বলেন এমন মহৎ উদ্যোগের জন্য অভিনন্দন।