অন্যান্য

কেশবপুরে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

  প্রতিনিধি 21 December 2024 , 4:00:31 প্রিন্ট সংস্করণ

 

 

নিজস্ব প্রতিবেদক, কেশবপুর যশোর;

 

যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা (ছোট) গ্রামে দিনে দুপুরে জোরপূর্বক জমি দখল ও ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ২০ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে মাদারডাঙ্গা (ছোট) গ্রামের ফজলু মোড়ল অভিযোগ করে বলেন, গড়ভাঙ্গা গ্রামের মরহুম হাসেন সদ্দার এর ছেলে রবিউল সদ্দার, হাফিজুর সদ্দার, রাজু সদ্দার ও বাবুল, স্থানীয় বাহিনীসহ বহিরাগত ভাড়াটিয়া বাহিনী নিয়ে জোর পূর্বক আমার বাড়ি হামলা চালায়। তিনি আরও বলেন মাদারডাঙ্গা (ছোট) গ্রামের ১০৪ নাম্বার মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৪৬১ এবং ২৩৮ প্রস্তাবিত খতিয়ান নম্বর ৫৫৭-এর ১ একর ৭ শতক জমির মালিক হাসেন সদ্দার। পরবর্তীতে তিনি এই জমি বিক্রি করেন আমার কাছে ৯ শতক এবং একই দাগের জমি বিক্রি করেন সালাম গাজীর নিকট। আমি ২০০২ সালে সালাম গাজির নিকট থেকে ক্রয় করি ৯ শতক মোট জমি ১৮ শতক। যা আমি ভোগদখল করে আছি। হাসেন সদ্দার থেকে খরিদকৃত ০৯ শতক জমি ১৯৯০ সালে রেজিষ্ট্রি না করে উনার সম্মিলিত মতে রেকর্ড করে দেয়। যা এখন উনার ছেলেরা দাবি করছে।

 

পরবর্তীতে এখন ওয়ারিশদের সাথে জমি নিয়ে বিরোধ চললে পুনরায় আবার এই জমির টাকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে ৩ শত টাকা মূল্য মানের স্টাম্পে সাক্ষরিত রবিউল ও রাজুর নিকট ৭০ হাজার টাকা প্রদান করি। এই জমির দাবি নিয়ে পুনরায় অশান্তি সৃষ্টি করছে।

 

ঘর ভাঙচুরের সময় আমরা নিষেধ করতে গেলে, প্রতিপক্ষের পক্ষ থেকে তাকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে এবং আইনের আশ্রয় নিবেন বলে জানান।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ