মো: আনোয়ার হোসেন
আজ চট্টগ্রাম কোতোয়ালি থানা জামায়াতের উদ্যোগে চট্টগ্রাম কোতোয়ালি থানা ব্যবসায়ীদের নিয়ে সূধী সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে আজ বেলা ১:৩০ মিনিট। হোটেল বাঙ্গালিয়ানা, স্টেশন রোড, নিউমার্কেট, চট্টগ্রাম।উক্ত সূধী সমাবেশের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামি কোতোয়ালি থানার সন্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মোস্তাক আহমেদ, সভাপ্রতিত্ত করে ৩১ নং আল করন ওয়ার্ড সভাপ্রতি জনাব আজগর হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন আল করন ওয়ার্ড সেক্রেটারী জনাব মাইন উদ্দিন। এছাড়া সূধী সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ। প্রধান অতিথির আলোচনায় বলেন ব্যবসায়ীরা যদি সৎ মেধাবী হত এবং ইসলামের পক্ষের শক্তি হত তাহলে এই দেশে ব্যবসায়ীক সিন্ডিকেট থাকতোনা। তিনি বলেন আমরা আশাকরি আপনারা সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দেশের ও মানুষের কল্যাণে কাজ করবেন ইনশাআল্লাহ। এছাড়া তিনি বলেন দেশে যদি ইকামতে দ্বীন কায়েম থাকতো তাহলে এই দেশের এই করুণ পরিণতি হতনা। সুতরাং আমি আহবান করি ইকামতে দ্বীনের পক্ষে কাজ করুন ইনশাআল্লাহ দুনিয়া ও আখেরাত দুটই পাবেন। পরে প্রীতিভোজে সকলে অংশগ্রহণ করে।