সাকিব চৌধুরী চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) কোতোয়ালী থানার এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামির নাম মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি কোতোয়ালী থানার আমির মার্কেট, খাতুনগঞ্জ এলাকার মৃত মোঃ মুছা চেয়ারম্যানের ছেলে।
মোহাম্মদ মাসুদ পারভেজ অর্থজারী মোকদ্দমা নং- ১৪০/২৪, প্রসেস নং- ২১৪০/২৫ ও ২১৪৯/২৫ সংক্রান্ত ৬ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত দুইটি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।