ইয়াসিন আরাফাত
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতারা কুরআনের তাফসির মাহফিলে গিয়ে রাজনীতি করছে। কোরআনের নামে জামায়াতে ইসলামীকে উপস্থাপন করা মুনাফেকী কাজ। কোরআনের তাফসির মাহফিল করবেন, সেখানে আল্লাহ ও আল্লাহর রাসুলের বক্তব্য হাদিস কোরআন থেকে আলোচনা করবেন। এরমধ্যে জামায়াতে ইসলামী কি হাদিস-কোরআনের কোন অংশ? তাহলে মুনাফেকী করছেন কেন? আপানারা সরাসরি জামায়াতে ইসলামীর নামে তাফসির মাহফিল করেন। এতে লোকজনের সমাগম হবে না। মানুষ এতো বোকা নয়।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার চাটাইডুবি বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক এমপি হারুনুর রশীদ আরও বলেন, দু:খের সাথে বলতে হচ্ছে, জামায়াতের কয়েকজন আলেম বিএনপিকে নিয়ে যে কটুক্তি করছে, তা ঠিক নয়। গত ৪০ বছর ধরে জামায়াতের সাথে বিএনপির পথচলা। আন্দোলন সংগ্রামেও একসাথে কাজ করেছে। এখন আপনারা এককভাবে নির্বাচন করবেন, তাতে কোন অসুবিধা নাই। কিন্তু নির্বাচন করতে গিয়ে যদি বিএনপির সমালোচনা করেন, তাহলে কিন্তু অতীতের রেকর্ড রয়েছে। আপনারা এককভাবে কয়টা ও বিএনপির সাথে জোট বেঁধে নির্বাচন করে কয়টা আসন পেয়েছেন। যখনই বিএনপিকে ছাড়া এককভাবে নির্বাচন করেছেন, তখনই জনগণ প্রত্যাখান করেছে। চাঁপাইনবাবগঞ্জে যতবার জামায়াতের বিএনপির সাথে নির্বাচন করেছে, ততোবার পরাজিত হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি ইসলামী বক্তা আমীর হামজা আমাকে নিয়ে কিছু গুজব ও বিভ্রান্তকর মন্তব্য ছড়িয়েছেন। আমি আশা করব, জনাব আমীর হামজা আপনি যে বক্তব্য দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে তার সঠিক ব্যাখা দিবেন। তা না পারলে পরবর্তীতে আপনার কাছে এর জবাব নিব। আমি আলেম সমাজের কাছে বিচার চাই, এমন বক্তব্য দেয়ার জন্য। এমন বক্তব্য দেয়ার ব্যাপারে আরো সাবধানতা, সর্তক অবলম্বন করা দরকার।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহরুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষকদের আহ্বায়ক তাসেম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম, আতাউল হক কমলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।