অন্যান্য

কোরআন তিলাওয়াতরত অবস্থায় ইমামের মৃত্যু

  প্রতিনিধি 30 January 2025 , 1:08:57 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

পবিত্র শবে মেরাজের রাত কোরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন এক ইমাম। মুগ্ধ হয়ে তেলাওয়াত শুনছিলেন মুসল্লিরা। তেলাওয়াতরত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সেই ইমাম।

 

 

বুধবার (২৯ জানুয়ারি) সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ইমামের কোরআনে তেলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর রীতিমতো তা ভাইরাল হয়েছে। এমন মৃত্যুকে আল্লাহর রহমত ও সৌভাগ্য বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।গেল মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় ঘটেছে এমন ঘটনা।

 

 

ভিডিওতে দেখা যায়, মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন তিলাওয়াত করছেন একজন ইমাম। কিছুক্ষণ পরেই ডান দিকে কাৎ হয়ে মাইকসহ পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গেই কয়েকজন মুসল্লি তার কাছে ছুটে আসেন। বাঁচানো যায়নি তাকে। ধারণা করা হচ্ছে, সেখানেই আল্লাহর মেহমান হয়েছেন এই সম্মানিত ইমাম।

 

 

শবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয়। এই রাতে জিবরাঈল আ. এর মাধ্যমে রাসুল সা. কে আসমানে নিয়ে যাওয়া হয়। এক রাতেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সাত আসমান, জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন। ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহতায়ালা উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ