অন্যান্য

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ১৩০ বাড়ি ধ্বংস

  প্রতিনিধি 11 November 2024 , 11:35:21 প্রিন্ট সংস্করণ

 

চে বা ডেস্কঃ

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে ১৩০টি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখানকার দমকল কর্মীরা বলেছেন, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনাও অনেকটা কঠিন হয়ে পড়েছে।

 

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, হারিকেনের মতো শক্তিশালী বাতাস এই সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের বাইরে ক্যামেরিলোর কাছে মাউন্টেন ফায়ারে বিস্ফোরণ ঘটায়। যা দ্রুত বৃদ্ধি পেয়ে ২০ হাজার একর জায়গায় ছড়িয়ে পড়ে।

 

এএফপি বলছে, দাবানলের কারণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কেউ কেউ মাত্র কয়েক মিনিটের মধ্যে সম্পত্তি এবং পোষা প্রাণী সংগ্রহ করার জন্য বাড়ি থেকে লাফিয়ে পড়ে।

 

স্থানীয় বাসিন্দা রবিন ওয়ালেস এএফপি’কে বলেন, তিনি যে বাড়িতে বড় হয়েছেন, নিমিষেই বাড়িটি ধ্বংস হয়ে গেলে সবাই পালিয়ে যায়।

 

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছিলাম ফিরে যেতে পারব এবং কিছু জিনিস পাবো। কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি।’

 

লিন্ডা ফেফারম্যান নামে আরেক বাসিন্দা বলেন, তিনি জানতেন ধোঁয়ার গন্ধ পেলে তাকেও যেতে হবে। তিনি স্থানীয় সম্প্রচারককে বলেছেন, ‘আমি প্রাণী এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, আমার অক্সিজেন কেন্দ্রীকরণকারী দিয়ে গাড়িটি লোড করার চেষ্টা করছি, এবং যখন ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল তখন দ্রুত বেরিয়ে পড়ি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ