অন্যান্য

ক্রিকেটারদের শাস্তি দিলেও বিবৃতি দিচ্ছে না বিসিবি

  প্রতিনিধি 15 January 2025 , 5:36:21 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে এখন পর্যন্ত শেষ হয়েছে ২০টি ম্যাচ। ঢাকায় প্রথম পর্ব, সিলেট পর্ব শেষে আগামীকাল শুরু হবে চট্টগ্রাম পর্ব। এরমধ্যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ৩ জন ক্রিকেটার। কিন্তু কোনো শাস্তি নিয়েই আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে হারের ম্যাচে মেজাজ হারিয়ে শাস্তি পান তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে তর্কে জড়ান তিনি। এমনকি এই ইংলিশ ওপেনারের দিকে তেড়েও যান বরিশাল অধিনায়ক। তখন রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান ও অধিনায়ক নুরুল হাসান সোহান তাকে থামান। এই ঘটনায় তামিমের বিরুদ্ধে আচরণবিধির লেভেল-১ এর ২.৬ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। এতে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে সতর্কবার্তাও। এরপর সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম হাসান সাকিবের সঙ্গে দ্বন্দ্বে জড়ান খুলনা টাইগার্সের পাকিস্তানি ব্যাটার মোহাম্মাদ নাওয়াজ। নাওয়াজকে আউট করার পর তার দিকে এগিয়ে ধাক্কা দেন তানজিম সাকিব। এরপর দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এই ঘটনায় সাকিবকে লেভেল দুই ভাঙার অভিযোগে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। একইসঙ্গে নামের পাশে যোগ হয় ৩টি ডিমোরিট পয়েন্টও। একই ঘটনায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয় নাওয়াজকে। দু’টি ঘটনার কোনোটিতেও বিসিবি আনুষ্ঠানিকভাবে শাস্তির বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সংবাদকর্মীরা ম্যাচ রেফারি বা সংশিষ্ট কাউকে ফোন করে শাস্তির সংবাদ প্রকাশ করে। ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে শৃঙ্খলা ভঙ্গের ঘটনা নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে কোনো শাস্তি দেয়া হলে বা সতর্ক করা হলেও সেটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। একইসঙ্গে ম্যাচের কোন সময় শাস্তিপ্রাপ্ত ক্রিকেটার কি ধরনের শৃঙ্খলা ভেঙেছেন এবং কোন আইন ভঙ্গ করেছেন সেটাও জানিয়ে দেয়া হয়। কিন্তু এখানেই যেন বিসিবি ব্যতিক্রম, ক্রিকেটারদের শাস্তি দেয়ার ঘটনা নিয়ে দিচ্ছে না কোনো বিবৃতি। ফ্র্যাঞ্চাইজিগুলোর মিডিয়া বিভাগও সংবাদমাধ্যমগুলোকে তাদের ক্রিকেটারদের শাস্তি পাওয়ার বিষয়টি জানায় না। এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘ইতিমধ্যে এ বিষয়টি আমাদের নজরে এসেছে। এটা আনুষ্ঠানিকভাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের জানানো উচিত। এ বিষয়ে আমি বলেছি, আশা করছি সামনের ঘটনাগুলোতে সঙ্গে সঙ্গেই প্রেস রিলিজ চলে যাবে।’ আর এ বিষয়টি নিয়ে বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। রকিবুল বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে বিরক্ত। সিলেটেই এটি নিয়ে আমি জিজ্ঞাসা করেছি, কেন যায় না। মানুষের তো জানার অধিকার আছে এ বিষয়ে। আর একটা ইভেন্ট নিয়ে যত বেশি সংবাদ হবে তত ভালো।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ