প্রতিনিধি 24 March 2025 , 10:06:11 প্রিন্ট সংস্করণ
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতাঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলায় আন্তর্জাতিক বন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ খাগড়াছড়ি বন বিভাগের উদ্যোগে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীর শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইন।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক বন সংরক্ষণ বর্তমান সময়ের দাবী। বন রক্ষা করলে জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি ছড়া-ঝিরিতে পানির উৎস বাড়বে। প্রাকৃতিক বন রক্ষা এবং পাড়া বনের তৈরীতে সচেতনতা বৃদ্ধিসহ একই সাথে বন ও বন্য প্রাণী রক্ষায় বন বিভাগকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমাসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।