প্রতিনিধি 11 April 2025 , 9:52:11 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আয়াজ উদদীন রানা,(চট্টগ্রাম) জেলা বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক খোঁজার সময় ডুবে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১১টায় সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া রিয়া চাকমা (২০) ভাইবোনছড়ার নলছড়া এলাকার রূপায়ন চাকমার মেয়ে ও পিয়াসি চাকমা (১৪) বিদেশি চাকমার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা। তিনি বলেন, আজ সকালে ভাইবোনছড়ার পাশে চেঙ্গী নদীর পাড়ে রিয়া-পিয়াসিসহ পাঁচ বন্ধু শামুক খুঁজতে যান। এ সময় শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে পিয়াসিও নদীতে ঝাঁপ দেন। কিন্তু নদীর ওই স্থানটিতে পানির গভীরতা বেশি থাকায় তারা দুজনেই ডুবে যান। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা খবর দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধারের চেষ্টা শুরু করেন।
ওসি আরও বলেন, পরে নদীতে জাল ফেলে প্রায় একঘণ্টা পর দুইজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরিবারের অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে ।