এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতাঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনে সপ্তাহব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে আজ থেকে সপ্তাহব্যাপী। উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
আজ শুক্রবার ২১ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৪টায় খাগড়াছড়ি শহরস্থ পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
এ সপ্তাহব্যাপী একুশে বইমেলা ২১ শে ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে চলবে আগামী ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত। এ বইমেলায় প্রায় ২৫টি স্টল নিয়ে সাজানো হয়েছে। এখানে জেলা প্রশাসন, জেলা গণগ্রন্থাগারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় গ্রন্থাগার ও লাইব্রেরী অংশ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, একুশে ফেব্রুয়ারী একটি ভাষার মাস। এটি সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের জীবনের একটি গৌরবময় অধ্যায়। এবার জেলাবাসীর একটি প্রাণের দাবী ছিল একটি বইমেলা আয়োজন করার। আমরা এটা বাস্তবায়ন করেছি। এখানে প্রায় ২৫টিরও বেশি স্টল রয়েছে। তরুণ ও শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে আমাদের এই বইমেলার আয়োজন। তিনি আরও বলেন, সন্তানদের মুঠোফোনে ব্যস্ত না রেখে বইপুস্তকে ব্যস্ত রাখবেন। মোবাইল গেইমস, মাদক ও নেশাজাতীয় কোন দ্রব্য সেবনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের এই বইমেলার আযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মেলাটি সপ্তাহব্যাপী থেকেও বৃদ্ধি করার চিন্তাভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি সহকারী কমিশনার এ. জেড. এম. নাহিদ হোসেনসহ (এনডিসি) বিভিন্ন সরকারী-বেসরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।