সারাদেশ

খাগড়াছড়িতে ৯’শ ৩৮টি কেন্দ্রে   ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  প্রতিনিধি 11 March 2025 , 6:13:57 প্রিন্ট সংস্করণ

এস চাঙমা সত্যজিৎ 
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯’শ ৩৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪ হাজার ৬’শ ৬২ জন শিশুকে  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৫ হাজার ৯’শ ২২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৮ হাজার ৭’শ ৪০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল  কার্যক্রম চলবে।
খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের বলেন, সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে এবং নিকটস্থ কেন্দ্রে গিয়ে ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে নিশ্চিত করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আগামী ১৫ই মার্চ  কেন্দ্রে ৬ থেকে ১১মাস শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।
এ অবহিতকরণ সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহসভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহসভাপতি কানন কুমার আচার্য, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিকসহ জেলার  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ