অন্যান্য

খাগড়াছড়ির গামাঢ়ীঢালা বন বিহারের অধ্যক্ষ বোধিপাল ভন্তের ৮৮তম জন্মদিন পালন

  প্রতিনিধি 13 March 2025 , 7:02:09 প্রিন্ট সংস্করণ

এস চাঙমা সত্যজিৎ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান “গামাঢ়ীঢালা বন বিহারের” অধ্যক্ষ শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ভন্তের ৮৮তম জন্মদিন পালন করা হয়েছে। শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের ৫৮তম উপসম্পদা বর্ষপূর্তিও পালিত হয়েছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী পালন করেছেন বিহার পরিচালনা কমিটি, দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও বৌদ্ধ ধর্মাবলম্বী পূণ্যার্থীরা।

 

আজ বুধবার ১২ মার্চ ২০২৫ সকাল সাড়ে আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত পবিত্র ভিক্ষু সঙ্ঘ ও শ্রদ্ধাবান দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীবৃন্দরা। পরম শ্রদ্ধেয় শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের ৮৮তম শুভ জন্মদিনসহি ভন্তের ৫৮তয উপসম্পদা বর্ষপূর্তি উদযাপন ও গামাঢ়ীঢালা বন বিহারে অবস্থানের সুবর্ণ জয়ন্তী এবং শ্রদ্ধেয় মহাস্থবির ভন্তের তথা সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলের জন্য বুদ্ধ মূর্তি দান, মহাসঙ্গদান, অষ্টপরিস্কার দান, অষ্টবিংশতি বুদ্ধ পূজা, সীবলী মহাথের পূজা, উপগুপ্ত ভন্তে পূজা, বনভন্তে পূজা, সহস্র প্রদীপ দান ও নানাবিধ দানের মহতি পূণ্যানুষ্ঠানের আয়োজন করেছে গামাঢ়ীঢালা বন বিহার পরিচালনা কমিটি, দায়ক-দায়িকা ও পূণ্যার্থী উপাসক-উপাসিকারা।

শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের ৮৮তম জন্মদিন উপলক্ষে বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের মধ্যে জন্মদিনের অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন শ্রদ্ধাবান লায়ক দেবদাস চাকমা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উজ্জ্বল চাকমা। অনুষ্ঠানে বুদ্ধ বন্দনাসহ পঞ্চলীল প্রার্থনা, দানীয় সামগ্রী উৎসর্গসহ স্বাগত বক্তব্য রাখেন প্রধান আয়োজক দেবদাস চাকমা। শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের জন্ম ১৯৩৭ সালের ১২ মার্চ। আজ তিনি (বোধিপাল ভন্তে) ৮৮ বছরে পদার্পণ করলেন। শ্রীমৎ বোধিপাল মহাস্থবির ১৯৬৭ সালে ৩০ বছর বয়সে গৃহী জীবন ত্যাগ করে ভিক্ষুত্ত্ব জীবন যাপন গ্রহণ করেন। আজ শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের ৫৮তম উপসম্পদা পূর্তি সন্যাস জীবন অতিবাহিত করে চলেছেন। পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশের সর্বোচ্চ সন্যাস জীবনের অধিকারী বলে ধারণা করা হচ্ছে।

 

শ্রীমৎ বোধিপাল মহাস্থবিরের ৮৮তম শুভ জন্মদিন পালন অনুষ্ঠানে ভিক্ষু সংঘের মধ্য থেকে বুদ্ধের অমোঘ সত্য বাণী বা ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভন্তের শিষ্যসঙ্ঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির, মৈত্রীপুর ভালো কেন্দ্রের অধ্যক্ষ শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির, রাঙামাটির নানিয়ারচরের রত্নাঙ্কুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাস্থবির প্রমুখ।

 

ইতোপূর্বে অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন বিহার থেকে আগত ভিক্ষুদেরকে দায়ক-দায়িকা ও পূণ্যার্থীরা ব্যাণ্ডবাদক দলের বাদ্য বাজনার তালে তালে ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধাভিনন্দন জানিয়েছেন। পবিত্র ভিক্ষু সঙ্ঘকে অনুষ্ঠান মঞ্চে আনা-নেয়ার সময়ও ব্যাণ্ড বাদকদের বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় পবিত্র ভিক্ষু সঙ্ঘকে সম্মান প্রদর্শন করানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ