প্রতিনিধি 21 February 2025 , 2:18:54 প্রিন্ট সংস্করণ
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতাঃ
সারা দেশের ন্যায় এবছরও খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে মহান অমর একুশে ফেব্রুয়ারী ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মহালছড়ি উপজেলার মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-অভিভাবক এবং উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উপজেলার শহীদ মিনারে পুষ্ফস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করেন । সেই সাথে শিক্ষাঙ্গন সমূহের শহীদ মিনারসহ উপজেলা শহীদ মিনারের প্রভাত ফেরীতে ছিল ছাত্র-ছাত্রী এবং বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সমূহের কর্মী সমর্থক ও সাধারণ মানুষের পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ।
২৪ এর গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো এবারের একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠানের কর্মসূচীগুলি স্মরণাতীত কালের সকল আনুষ্ঠানিকতা ছাড়িয়ে এবারের মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস লক্ষ্য করার মতো। এদিন ২১ ফেব্রুয়ারী উপলক্ষে এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুরি সমূহে সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনির্মত ছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে জাতীয় পতাকা অর্ধনর্মিত অবস্থায় উড্ডীন ছিল।
উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্ফস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহ, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল। এ উপলক্ষে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব রেড ক্রীসেন্টের উদ্যোগে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য ক্যাম্প করেন।
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।