অন্যান্য

খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিকদের   সাথে ইফতারে ওয়াদুদ ভূইয়া

  প্রতিনিধি 20 March 2025 , 4:30:25 প্রিন্ট সংস্করণ

এস চাঙমা সত্যজিৎ 
বিশেষ সংবাদদাতাঃ 
পবিত্র মাহে রমজানের উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে খাগড়াছড়ি প্রেসক্লাব।
আজ বুধবার ১৯ মার্চ ২০২৫ খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
অনুষৃঠানের প্রথমে প্রয়াত সাংবাদিক খাগড়াছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নূরুল আলমের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক নীরবতা পালন করা হয়।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা জামায়াতী ইসলামীর সাধারণ সম্পাদক মিনহাজুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সমাজের দর্পণ। জুলাই আগস্ট বিল্পবে ছাত্রদের পাশাপাশি খাগড়াছড়িতে সাংবাদিকরাও ভুমিকা পালন করেছেন। এ ভূমিকা আগামীতে অব্যাহত রাখবে এবং সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যাশা করেন বক্তারা।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সালাউদ্দিন দোয়া ও মোনাজাত করেন।
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ