অন্যান্য

খালিয়াজুড়ি উপজেলায় বৃষ্টির জন্য সালাত আদায়।

  প্রতিনিধি 10 March 2025 , 7:46:57 প্রিন্ট সংস্করণ

আবু কাউসার রাহী। 

উপজেলা প্রতিনিধি খালিয়াজুড়ি।
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলায় ৫নং কৃষ্ণপুর ইউনিয়নের মুসলিম পুর ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য সালাত আদায় করে গ্রামবাসী। এই সালাতে উপস্থিত হন বিভিন্ন গ্রামের মানুষ জন তারা বলেন অতিরিক্ত খরার কারণে ফসলী জমি নষ্ট হয়ে যাচ্ছে ও দীর্ঘদিন যাবত বৃষ্টি না হওয়ার কারণে রোগবালাই ছড়িয়ে পরছে। এতে মানুষের কাজ করতে ও চলাফেরা করতে কষ্ট করতে হচ্ছে। তারা বলেন মহান রবের কাছে বৃষ্টি ও ফসলি জমি হেফাজতের জন্য ও জীবনের সকল গুনাহের জন্য পানাহ চাইলাম। এবং আরো বলেন  অতিবৃষ্টি ,অনাবৃষ্টি,ও শিলাবৃষ্টি থেকে ও হেফাজত রাখতে বলেন। সর্বশেষে দেশের এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়েও রবের কাছে দোয়া করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ