অন্যান্য

খাসজমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

  প্রতিনিধি 10 February 2025 , 2:28:55 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ ইং ০৬:০০ পিএম.
কু‌ড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় সরকারি খাসজমির দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
নিহত বেলাল হোসেন বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে একই এলাকার আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের বিরোধ চলছিল। এই জমি নিয়ে কয়েক‌দিন আগেও দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে সোমবার সকালে দুইপক্ষ খাসজমি দখলের চেষ্টা করলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আব্দুল হাকিম পক্ষের বেলাল হোসেন গুরুতর আহত হলে তাকে হাসপাতাল নেওয়ার পথে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম জানান, সরকারি ২০ শতাংশ খাস জমি নিয়ে প্রতি বছর আব্দুল জব্বার ও আব্দুল হাকিম পক্ষের সংঘর্ষ হয়। আজও খাস জমি দখলকে কেন্দ্রে করে উভয়পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, নিহত বেলাল হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তু‌তি চলছে। এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ