অন্যান্য

খুনের পর স্ত্রীর কলিজা নিয়ে রাস্তায় ঘুরল স্বামী

  প্রতিনিধি 22 August 2025 , 8:24:56 প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক ডেস্ক।।

স্ত্রীকে খুন করেই ক্ষান্ত হননি।তার কলিজা হাতে নিয়ে এলাকা ঘুরে বেরিয়েছেন। ভারতের জলপাইগুড়িতে ঘটেছে এই ভয়ংকর ঘটনা। দেশটির সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক খবরে এই তথ্য জানা যায়।

খবরে বলা হয়, জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্যাঙকান্দি এলাকার বাসিন্দা ছিলেন দিপালী রায়। স্বামী রমেশ রায়ের সঙ্গে থাকতেন তিনি। আজ শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন রমেশ হাতে রক্তমাখা কলিজা নিয়ে ঘুরছে। তা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় থানায়।

পুলিশের ধারণা , খুনের পর স্ত্রীর দেহ টুকরো করে রমেশ। তারপর কলিজা বের করে নিয়ে ঘোরাফেরা করে এলাকায়। পুলিশ দেহের টুকরো উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে সব টুকরো এখনও পাওয়া যায়নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। এখনো রমেশকে গ্রেপ্তার করা যায়নি। দম্পতির মধ্যে কোনও সমস্যা ছিল কি না, তাদের সম্পর্ক কেমন ছিল, জানতে স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ