এস এম পারভেজ তালুকদার,
আজ গুরুদাসপুর উপজেলার ৩ নং খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর মধ্যমপাড়া গ্রামে গত ২২/৮/২৫ ইং মৃত হয়রত প্রাং ছেলে মোঃ মন্দেজ প্রাং কের জমি জমার জের ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল অনেকদিন যাবৎ বিষয় টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বদ ব্যক্তিবর্গের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী মন্দেজ প্রাং সেই সাপেক্ষে গত ২২/৮/২৫ ইং খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর মধ্যমপাড়া সালিশ বশে উক্ত সালিশে বিবাদী মোঃ দিদার প্রাং(,৫৫) মোঃ দিলাল প্রাং(৩৬) উভয়ের পিতা মৃত মছের আলী এবং মোঃ মিলন (৩৫) মোঃ আতিক (৪০) উভয়ের পিতা খলিল উপস্থিত ছিলেন সালিশ বৈঠকে উভয় পক্ষের কাজ পত্র দলিল দেখে সালিশ বৈঠকে থাকা গণ্যমান্য ব্যক্তি মোঃ মঞ্জু সাবেক কমিশনার গুরুদাসপুর পৌরসভা , এবং মোঃ জিল্লুর রহমান, শ্রীপুর বাসিন্দা, মোঃ কেল্লাল প্রাং শ্রীপুর বাসিন্দা, মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর বাসিন্দা সহ অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন কিন্তু সালিশে দলিল পত্র বিবেচনা করে মন্দেজ প্রাং কে ৪ শতাংশ জমি ওই ভিটাই থাকবে বলে উপস্থিত সালিশে গণ্যমান্য ব্যক্তি বলেন কিন্তু বিবাদী দিদার ও দিলাল সহ এই সালিশি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চলে যায় পরে আনুমানিক সন্ধ্যা ৬টার সময় বিবাদীগণ দিদার ওদিলাল এবং আব্দুল জলিল, ফজলু প্রামানিক, সুলতান প্রামানিক উভয়ের পিতা মৃত মছের আলী , গ্রাম শ্রীপুর মধ্যমপাড়া, সবাই মিলে দেশীয় অস্ত্র হাসুয়া, কাঠের লাঠি, দা, রড, জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র নিয়ে পেঁপের গাছ থেকে পেঁপে নিয়ে আসে, এবং ৫০ টির মত সবরি কলার গাছ কেটে কলা গুলো নিয়ে যায় । এমন অবস্থায় ভুক্তভোগী বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানায় এবং ২৩/৮/২৫ ইং তারিখে গুরুদাসপুর উপজেলা অফিসার্স ইনচার্জ বরাবর থানায় একটি অভিযোগ করে ভুক্তভোগী মন্দেজ শান্তিপূর্ণভাবে দলিল মোতাবেক খাজনা খারিজ সহ নিম্ন তফসিল জমি প্রায় ৩০ বছর ধরে ভোগ করে আসছে বলে জানান, মোঃ মন্দেজ প্রাং আইনের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন এবং ক্ষতিপূরণ চলছে। এ বিষয়ে ক্ষতির পরিমাণ তিনি উল্লেখ করেন ৩ লক্ষ টাকা হবে, বিষয়টি নিয়ে বিবাদীগণের সঙ্গে কথা বলতে গেলে বিবাদীগণ হুমকি দেন। মন্দেজের, জমির খতিয়ান নং ১৭৮২,দাগনং ১০২৮, এবং ধানী,পরিমান ০.১০ একর হবে । গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আসমাউল হক , বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।