ভয়াবহ পরিস্থিতি; মৃত্যু নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে
খুলনা: খুলনায় করোনাভাইরাসের প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। গত ১০ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এর মধ্যে বৃহস্পতিবার (আজ) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. রকমান (২৫) নামের এক তরুণ। এর আগের দিন বুধবার রাতে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামের আরেক রোগীর মৃত্যু হয়। এই একের পর এক মৃত্যুতে খুলনার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
উদ্বেগজনক মৃত্যু
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক এবং করোনার ফোকাল পারসন খান আহমেদ ইশতিয়াক এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মারা যাওয়া মো. রকমান হরিণটানা এলাকার বাসিন্দা। তিনি বুধবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর আগে বুধবার রাতে খালিশপুরের বাসিন্দা রতিকান্ত ডাকুয়া একই হাসপাতালে মারা যান।
হাসপাতালের তথ্য অনুযায়ী, এই ১০ দিনের মধ্যে আরও দু'জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ জুলাই বাগেরহাটের আল আমিন (৩৮) এবং ২০ জুলাই বটিয়াঘাটার দীপ রায় (২৫) মারা যান।
স্বাস্থ্যবিধি মানার ওপর জোর
এক সপ্তাহের ব্যবধানে চারজনের মৃত্যুতে স্বাস্থ্য বিভাগও নড়েচড়ে বসেছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। খুলনার স্বাস্থ্য বিভাগ জনসাধারণকে এই বিষয়ে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে। শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ধারাবাহিক মৃত্যু একদিকে যেমন গভীর উদ্বেগ তৈরি করেছে, তেমনি স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বও নতুন করে মনে করিয়ে দিচ্ছে।