অন্যান্য

খুলনায় ফিল্মি স্টাইলে দিনদুপুরে সোনার দোকানে ডাকাতি

  প্রতিনিধি 28 October 2024 , 5:20:27 প্রিন্ট সংস্করণ

 

খুলনায় প্রকাশ্য দিবালোকে পিস্তল ঠেকিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুরের মশ্বেরপাশা কালিবাড়ি বাজারে দত্ত জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়।

সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাড়িসহ নাজিমুদ্দিন নামে একজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ বোমার বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে ফের বোমা বিস্ফোরিত হয়। ডাকাতদের কাছে বোমা ও পিস্তল থাকায় তাদের আটকানো যায়নি।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত বলেন, দুপুর ১টা ১০ মিনিটে বোমা ফাটিয়ে ৪ ব্যক্তি দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চাপাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় তারা নিজেরাই গ্লাস ভেঙে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাক টাকা নিয়ে যায়।দৌলতপুর থানা পুলিশের ওসি মীর আতাহার আলী বলেন, দুপুর একটার দিকে ৪ ব্যক্তি একটি মাইক্রোবাসে করে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। এ সময় দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘিরে ধরলে বোমা বিস্ফোরণ করে চলে যায়। পুলিশ খবর পেয়ে ওই মাইক্রোবাসের পিছু নেয়। ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও নাজিমুদ্দিন নামে একজনকে আটক ও গাড়িটিকে জব্দ করা হয়েছে। বাকিদের আটকের প্রক্রিয়া চলছে। সূত্র : কালবেলা

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ