অন্যান্য

খুলনায় মাওলানা রফিকুর রহমানের জানাজায় ইমামতি করলেন —মামুনুল হক সাহেব

  প্রতিনিধি 2 January 2025 , 4:12:41 প্রিন্ট সংস্করণ

 

মোঃ ইসমাইল হোসেন খুলনা

খুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি, খুলনা দারুল উলুম মাদ্রাসার সাবেক নায়েবে মুহতামিম, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার সদরুল মুহতামিম মাওলানা রফিকুর রহমান’র জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) খুলনা নিরালা তাবলীগ মারকাজ মসজিদে বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে ও লক্ষ্যাধিক ছাত্র-অনুরাগী রেখে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, মহাসচিব মুফতি মামুনুল হক, ইমাম পরিষদের খুলনা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সালেহ, খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন হেলাল, মুফতি জিহাদুল ইসলাম, মুফতি আবুল কাশেমসহ অসংখ্য ওলামা একরাম।

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ২৫ মিনিটে এই প্রখ্যাত আলেম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা রফিকুর রহমানের ১৯৩৯ সালে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তেলজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর বাহির দিয়া মাদ্রাসা, গহরডাঙ্গা ও লালবাগ মাদ্রাসা থেকে তার শিক্ষা জীবন সম্পন্ন করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ