ইয়াসিন আলম
দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে খুলনার দুই শতাধিক স্লুইস গেট। এতে বিভিন্ন স্থানে অতিবৃষ্টিতে তলিয়ে গেছে হাজার একরের কৃষি ক্ষেত ও মৎস্য খামার; ক্ষতি হয়েছে শত কোটি টাকারও বেশি। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সংস্কারের পাশাপাশি নতুন করে কয়েকটি স্লুইস গেট তৈরির প্রকল্প হাতে নেয়া হয়েছে।
জানা যায়, খুলনার ডুমুরিয়া উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শোলমারি নদীর ওপর নির্মিত বড় স্লুইস গেটটি। তবে বছরের অধিকাংশ সময়ই পলি জমে গেটের মুখ আটকে থাকে। ফলে গত সপ্তাহে টানা চারদিনের বৃষ্টিপাতে উপজেলার অন্তত ৭টি ইউনিয়নই ডুবেছে জলাবদ্ধতায়।
শুধু ডুমুরিয়া নয়, জেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ১১৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকার অঙ্কে যার পরিমাণ ৫৮ কোটি টাকারও বেশি।
অন্য দিকে মৎস্য বিভাগের তথ্য বলছে, ৫৭২৬ হেক্টর ঘের তল