প্রতিনিধি 15 February 2025 , 11:16:21 প্রিন্ট সংস্করণ
নাজমুল হোসেন সানা
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শনিবার সকালে রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজার চার রাস্তার মোড়ে সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন- সর্বস্তরের ছাত্রজনতা সহ এলাকাবাসী।
বক্তারা, আওয়ামী সরকারের নৌকার সমর্থিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতিসহ নানা ধরনের অভিযোগ তুলে ধরেন।
তারা বলেন, ৫ আগষ্ট স্বৈরাচারী সরকারের পতন হয়ে নতুন বাংলাদেশের জন্ম হলেও, খুলনার পাইকগাছা উপজেলা রাড়ুলী ইউনিয়নের আওয়ামী সমর্থিত, রাতের আঁধারে ভোট চোর চেয়ারম্যান, স্বৈরাচারী খুনি হাসিনা দোসর, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এখনো ক্ষমতায়। এই ক্ষমতার জুলুমের শিকার আর হতে চাই না এজন্য তার পদত্যাগের দাবি জানাই।
তারা আরও বলেন, নৌকার সমর্থিত চেয়ারম্যানের আমরা আর চাই না। তাকে দ্রুত পদত্যাগ করতেন হবে।