অন্যান্য

খুলনা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

  প্রতিনিধি 15 November 2024 , 4:01:01 প্রিন্ট সংস্করণ

খুলনা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক,

অধ্যাপক মাহফুজুর রহমানকে আমীর, অধ্যাপক নজিবুর রহমানকে নায়েবে আমীর ও এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালকে সেক্রেটারী করে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত মহানগরীর মজলিসে শুরার বৈঠক শেষে মহানগর শাখার নবনির্বাচিত আমীর এ কমিটির ঘোষণা দেন।

ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন, সহকারী সেক্রেটারী এড. শাহ আলম, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী। উল্লিখিত ছয়জনসহ ১৭ সদস্য বিশিষ্ট মহানগরী সেক্রেটারিয়েট গঠন করা হয়।

এর আগে গত ১১ অক্টোবর রুকনদের প্রত্যক্ষ ভোটে মহানগরী আমীর নির্বাচিত হন অধ্যাপক মাহফুজুর রহমান। যার ফলাফল সারাদেশের সাথে একসাথে ঢাকা থেকে ঘোষণা দেওয়া হয় গত ২৪ অক্টোবর। আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সারাদেশের মহানগর ও জেলা আমীরদের নাম ঘোষণা দেন। গত ৯ নভেম্বর নবনির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ