অন্যান্য

খুলনা-৬ এর সাবেক এমপি রশিদুজ্জামান ৩ দিন রিমান্ড শেষে জেল হাজতে

  প্রতিনিধি 27 October 2024 , 7:40:41 প্রিন্ট সংস্করণ

খুলনা প্রতিনিধি

খুলনা-৬ আসনের সাবেক এমপি মোঃ রশিদুজ্জামানের ৩দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়। আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আনোয়ারুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য,গত ২৬ আগস্ট ফসিয়ার রহমানের দায়ের করা বিষ্ফোরক দ্রব্য মামলায় পাইকগাছা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত)তুষার কান্তি দাস বলেন,ধার্য্য দিনে শুনানি অন্তে আদালতের বিজ্ঞ বিচারক জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শনিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ১২টার দিকে প্রিজন ভ্যানে পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে তাকে খুলনা জেল খানায় পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,গত ১৬ অক্টোবর ভোর ৫টায় র‍্যা-৮ সাবেক এমপি মোঃ রশিদুজ্জামান কে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ