অন্যান্য

খোলামেলা দৃশ্যের কারণেই কি বেসিক ইন্সটিংক্ট ছেড়েছিলেন জেনিফার

  প্রতিনিধি 12 December 2024 , 1:30:54 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

‘আ বিউটিফুল মাইন্ড’ সিনেমায় অভিনয় করে অস্কার জয় ছিলেন জেনিফার কনেলি। ক্যারিয়ারের সেরা প্রাপ্তিই নয়, জীবনেরও অন্যতম প্রাপ্তি এই সিনেমার শুটিং থেকে আসে। সহ–অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ান। পরে সেই অভিনেতাকেই বিয়ে করেন। জেনিফারের আজ জন্মদিন। বিশেষ এই দিনে জনপ্রিয় হলিউড অভিনেত্রীর জানা-অজানা তথ্যগুলো একনজরে দেখে নিতে পারেন।অভিনেতা পল বেটনির সঙ্গে ‘আ বিউটিফুল মাইন্ড’ সিনেমার শুটিংয়ে পরিচয়। সেই পরিচয় থেকেই প্রেম। পরে দুই বছর ডেটিং করে তাঁরা বিয়ে করেন। জেনিফার আগে একজন ক্যামেরাম্যানকে বিয়ে করেছিলেনখোলামেলা দৃশ্যের কারণেই কি আলোচিত ‘বেসিক ইন্সটিংক্ট’ ছেড়েছিলেন জেনিফার। সেটা নিয়ে অবশ্য কখনোই মুখ খোলেননি। তবে সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠান তাঁর কথা বিবেচনা করেছিল। পরে তাঁর জায়গায় শ্যারন স্টোন অভিনয় করে আলোচনায় আসেনবিউটিফুল মাইন্ড’ সিনেমা মুক্তির পর কাকতালীয়ভাবে একই বছর পিপলস ম্যাগাজিনের সেরা ‘বিউটিফুল পিপল’ হিসেবে জায়গা পেয়েছিলেনতিনি টিভি সিরিজ দিয়ে ১৯৮৩ সালে ক্যারিয়ার শুরু করেন। অডিশন দিয়ে যাত্রা শুরু। ক্যারিয়ার শুরুর এক দশকের মধ্যেই তিনি একাধিকবার আবেদনময়ীর তালিকায় জায়গা করেন। আবেদনময়ী তালিকায় সব সময়ই তিনি এগিয়ে থাকতেনদীর্ঘ চার দশকের ক্যারিয়ারে তিনি ভক্তদের ভালোবাসা পেলেও একাধিকবার বিতর্ক তৈরি করেছেন। খোলামেলা দৃশ্যে প্রায়ই হাজির হতেন। যে কারণে কাঙ্ক্ষিত নারীর তালিকাতেও তিনি জায়গা পেয়েছেন

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ