অন্যান্য

গড়েয়া হাফেজিয়া মোড়, যেন এক মরণ ফাৎ,,

  প্রতিনিধি 2 July 2025 , 6:12:24 প্রিন্ট সংস্করণ

মানিক ইসলাম ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁও সদর উপজেলার ঐতিহ্যবাহী গড়েয়া হাট,পাইকারী ও খুচরা বিক্রয় যা সপ্তাহে দুই দিন ( রবিবার ও বুধবার) হাট বসে।

এই গড়েয়া হাটের সাথে সংযুক্ত হয় প্রায় দশ/ পনেরোটি হাট বাজার। এই হাটে কমপক্ষে ৬০/৭০ হাজার মানুষের সমাগম হয়, এখানে বিক্রী হয় গরু,ছাগল,হাস,মুরগী, ধান ও যাবতীয় মালামাল। এই মালামাল ক্রয় বিক্রয় করার জন্য বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসে
এর মধ্যে গড়েয়া হাফেজিয়া মোর দিয়ে প্রায় দিনে ১০/১৫ হাজার মানুষ চলাচল করে।

গড়েয়া বাজারের হাফেজিয়া মোড় হয়ে ডি হাট, কার্তিক তোলা, ঝাঠিভাংগা বাজারের যাওয়ার রাস্তায় এলজিডির নির্মান করা পাকা ড্রেনটি উঁচু হওয়ায় প্রতিনিয়ত অটো,ভ্যান ও ভোটভোটি চলাচলের ব্যাগাত ও দুর্ঘটনা ঘটে। এতে গরীব মানুষের (ভ্যান চালক) অনেক ক্ষতি হয়, এ বিষয়ে সদর উপজেলার UNO স্যারের সাথে কথা বললে তিনি তাৎক্ষনিক গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়াম্যানের সাথে কথা বলেন, এবং দ্রুত সমাধান করতে বলেন। তাৎক্ষণিক প্যানেল চেয়ারম্যান ( রেনু মেম্বার ) জায়গাটি পরিদর্শন করে কাজ করার সিদ্ধান্ত নেন বলে আমাদেরকে জানান

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ