প্রতিনিধি 4 July 2025 , 5:38:27 প্রিন্ট সংস্করণ
মানিক ইসলাম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার অন্যতম ব্যস্ত ও ঐতিহ্যবাহী গড়েয়া হাট যেখানে প্রতি রবিবার ও বুধবার বসে বিশাল পাইকারী ও খুচরা বাজার। এই হাটের পরিধি এতটাই বিস্তৃত যে আশেপাশের ১০ থেকে ১৫টি বাজার এর সঙ্গে সংযুক্ত, প্রতিদিন এখানে সমাগম ঘটে ৬০ থেকে ৭০ হাজার মানুষের। গরু, ছাগল, হাঁস-মুরগি, ধানসহ নানাবিধ পণ্য কেনাবেচা হয় এই প্রাণবন্ত হাটে।
তবে এই গুরুত্বপূর্ণ হাটের একমুখে গড়েয়া হাফেজিয়া মোড়, যা বর্তমানে একটি দুর্ঘটনার ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষ এই মোড় দিয়ে যাতায়াত করে। কিন্তু এই মোড়ে এলজিইডি নির্মিত একটি উঁচু পাকা ড্রেন, যা ডি-হাট, কার্তিক তোলা, ঝাঁঠিভাঙা বাজারের সঙ্গে সংযোগকারী রাস্তায় স্থাপিত তা হয়ে উঠেছে ভয়াবহ দুর্ঘটনার কারণ।
❝প্রতিদিন অটো, ভ্যান, ভটভটি উল্টে পড়ে ক্ষতির শিকার গরিব চালকরা❞
উঁচু ড্রেনের কারণে প্রতিনিয়ত ভ্যান, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। ভ্যান চালকরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন কখনও যাত্রীসহ উল্টে গিয়ে আহত হচ্ছেন, আবার কখনও গাড়ি নষ্ট হয়ে আয় রোজগারে টান পড়ছে।
তাৎক্ষণিক পদক্ষেপে আশার আলো
বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও )-র দৃষ্টি আকর্ষণ করলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। গড়েয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেনু মেম্বার-কে ফোনে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি
এখন স্থানীয় জনসাধারণের দাবি, দ্রুত এই স্থানে ড্রেনটি নিচু করে চলাচলের উপযোগী করা হোক, যাতে আর কোন দুর্ঘটনায় কারও জীবন ও জীবিকা বিপন্ন না হয়।