খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী হতে চান পারভেজ মল্লিক
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪(তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক শুক্রবার তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় করেন।দুপুরে উপজেলার বারাসাত বাজারে উপস্থিত হয়ে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, দোকানপাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের অভাব-অভিযোগ শোনেন।বাজারের বিভিন্ন স্থানে আয়োজিত মতবিনিময় সভায় পারভেজ মল্লিক বলেন,“বিএনপি হচ্ছে জনগণের দল। এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়, জনগণ শান্তিতে থাকে।”তিনি বর্তমান সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে বলেন, “বিগত দেড় দশক ধরে দেশের অর্থনীতি, গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের জীবনমান বিপন্ন হয়েছে। এই অবস্থার পরিবর্তনে জনগণকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পারভেজ মল্লিক বলেন, “দেশ ও দশের কল্যাণে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে।” গণসংযোগকালে পারভেজ মল্লিকের সঙ্গে ছিলেন লন্ডন প্রবাসী, নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মো.আরিফ বিল্লাহ,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, বিএনপি নেতা মো. বিল্লাল হোসেন, কে এম মোস্তাক আহমেদ,মো. রবিউল ইসলাম লাখু, মো. লালিম শেখ, মো. গোলজার আলম, আরিফ শেখ এবং যুবদল নেতা জুয়েল শেখ।