প্রতিনিধি 5 January 2025 , 4:31:08 প্রিন্ট সংস্করণ
মোহাম্মদ আলী, রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুনের মানবিক উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি চলমান ।
তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা ও রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বালুয়া চৌমুহনী বাজার, পূর্ব কাজীরখীল ফোরকানিয়া এতিমখানা মাদ্রাসা এবং ভাদুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পৈতপুর ও হানুবাইশ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শীতের তীব্রতা কিছুটা কমাতে বিতরণ করা হয় প্রায় তিন শতাধিক কম্বল।
এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ নজরুল ইসলাম পিন্টু, আবদুল হান্নান টিটু, হারুনুর রশিদ, জামিল চৌধুরী, মনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, রিয়াদ, মিলন, রায়হান, তারেক, ফরহাদ প্রমুখ।
নজরুল ইসলাম পিন্টু ইউএনও’র উদ্যোগের প্রশংসা করে বলেন, “ইউএনও মহোদয়ের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। এটি আমাদের সমাজে সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।