হৃদয় চন্দ্র (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় একটি খাল থেকে একটি অপরিণত (ইমম্যাচুরেট) নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৬টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের উত্তর পক্ষিয়া ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়িয়া বাজারের দক্ষিণ পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কাসেম হাওলাদারের বাড়ির উত্তর পাশের খালে নবজাতকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় গ্রাম পুলিশের মহল্লাদার মো. বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহটি একটি অপরিণত নবজাতকের ছিল।"