অন্যান্য

গলাচিপায় চরবাংলার প্রকৃত ভূমিহীনদের মাঝে জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি 30 December 2024 , 11:51:05 প্রিন্ট সংস্করণ

হৃদয় চন্দ্র (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা মৌজায় ৩৫ বছর ধরে বসবাসরত ৩৬৫টি অসহায় ভূমিহীন পরিবারের নামে জমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা ভূমি অফিসের সামনে ঘন্টাব্যাপী চরবাংলার অসহায় পরিবারবর্গের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহ-সভাপতি আব্দুল মান্নান, সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন, চর বিশ্বাস ইউনিয়ন সভাপতি মাওলানা ইমরান নাজির, ও কৃষক মাওলানা আব্দুল রব প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করেন, ভূমিহীন কৃষকরা ১৯৯৪ সাল থেকে চরে বসবাস করছেন। কিন্তু কিছু প্রভাবশালী ও ভূমিদস্যু, যারা চরবাংলায় বসবাস করেন না, ভুয়া জালিয়াতির মাধ্যমে জমি বন্দোবস্ত করিয়ে নিজেদের নামে রেকর্ডভুক্ত করেছেন। এর মাধ্যমে প্রকৃত ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদের পাঁয়তারা চলছে।

তারা দাবি করেন, জমি বন্দোবস্তে জালিয়াতি বন্ধ করে প্রভাবশালীদের বন্দোবস্ত বাতিল করে স্থানীয় ভূমিহীন পরিবারের নামে জমি বরাদ্দ দেওয়া হোক। মানববন্ধনের পর এ দাবিতে একটি স্মারকলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়।

বক্তারা হুঁশিয়ারি দেন, তাদের দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি হাতে নিতে বাধ্য হবেন। চরবাংলার অসহায় পরিবারগুলো দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ