অন্যান্য

গলাচিপায় তারুণ্যের উৎসব আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 27 December 2024 , 8:17:41 প্রিন্ট সংস্করণ

 

হৃদয় চন্দ্র (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় “তারুণ্যের উৎসব ২০২৫” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান প্রমুখ।

 

সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণির প্রতিনিধিরা।

 

বক্তারা বলেন, “তরুণরাই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি। তাদের মেধা, মনন, শ্রম এবং উদ্যম দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান এবং সঠিক দিকনির্দেশনা নিশ্চিত করা হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সমৃদ্ধি আসবে।”

 

এ উৎসবের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা সভায় গৃহীত হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ