অন্যান্য

গাইবান্ধায় দুদিনব্যাপী সিপিবির জেলা সম্মেলন ‎শুরু

  প্রতিনিধি 4 September 2025 , 4:13:21 প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দুদিনব্যাপী গাইবান্ধা জেলা সম্মেলন শুরু হয়েছে। ‎

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে পৌর শহীদ মিনার চত্বরে এই সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ। এতে জেলার সাত উপজেলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা অংশ নেন। শুক্রবার কাউন্সিল অধিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শেষ হবে।

কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি অ্যাড. শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি। এছাড়াও সম্মেলনে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক সাদেকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে অর্থনীতিবিদ অধ্যাপক এমএম আকাশ বলেন, এদেশের সাধারণ মানুষ বৈষম্যহীন, শোষণমুক্ত, গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য বারবার রাজপথে নেমেছে, জীবন দিয়েছে। কিন্তু তাদের বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজের স্বপ্ন একদল লোক লুটে নিয়েছে। তিনি বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিবাদ আবারও নতুন করে জেঁকে বসেছে। এই ফ্যাসিবাদের অবসান করতে না পারলে ২৪ এর গণঅভ্যুত্থানের সুফল পাবে না জনগণ। তিনি আমেরিকা, চীন, ভারতসহ বহির্দেশের হস্তক্ষেপমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

সিপিবি’র জেলা সম্মেলন উপলক্ষে লাল পতাকার একটি বিশাল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ