প্রতিনিধি 14 September 2024 , 7:01:52 প্রিন্ট সংস্করণ
কামরুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধায় সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে এক শিশুসহ ১ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার সময় সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের শহরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, হরিপুরের শহরের মোড় এলাকায় ৩ টি কুকুর বেশ কয়েকদিন থেকে ঘুরা ঘুরি করছে। আজ হঠাৎ কুকুরগুলো মানুষের ওপর চড়াও হয়। এরপরই কামড়ানো শুরু করে।
ভুক্তভোগীরা চিলমারী উপজেলা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভুক্তভোগী আলতাফ হোসেন বলেন, আমার পাশের বাড়িতে ঘরের ভিতরে ঢুকে সিনথিয়া নামের (৭) বয়সী শিশুকে কুকুর কামড় দেয়, এবং পিঠের মাংস ছিঁড়ে নেয়।
পরে কুকুর গুলোকে আমরা বাপ ছেলে ধাওয়া দিতে গিলে, কুকুর গুলো তেড়ে আমাদের দিকে ধেয়ে আসে, এবং আমার ছেলেকে কামড় দিয়ে মাংস ছিঁড়ে নেয়
এ বিষয়ে হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোজাহারুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি এবং তাদের কে দ্রুত চিকিৎসা নিতে বলেছি