প্রতিনিধি 1 October 2024 , 8:39:11 প্রিন্ট সংস্করণ
ক্রাইম রিপোর্টার গাইবান্ধা।
আরো খুনি জাহাগীর মিয়া বলেন, সাংবাদিকতা বাদ দে না হলে তোক মেরে ফেলবো আমি,
সাংবাদিক শুভ এর মান হানির সময় উপস্থিত ছিলেন মো: বাবু মিয়া, গ্রাম : আনালের ছড়া, উপস্থিতি বাবু মিয়া বলেন, সাংবাদিক এর বড় ভাইয়ের সঙ্গে জাহাগীর মিয়া হালকা ঝামেলা ছিল, তার কারনে সাংবাদিক শুভ খুনের হুমকি দেন জাহাগীর মিয়া।
এই ঘটনা ঘটে গাইবান্ধা উপজেলার ১১ নং গিদারী ইউনিয়ন ৮ ওয়াড পচারকুড়ায়।
সাংবাদিক শুভ বলেন, আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছে হয়েছে জাহাগীর মিয়া আমাকে কেন মানহানি করলো আর খুনের হুমকি দিলে, যেহেতু খুনের হুমকি
দিয়েছে আমাকে খুন করবে তার কি ঠিক আছে। শুভ আরোও বলেন, এই বিষয়টি আইনের আওতাত আনা হোক, তা না হলে আমার জীবনের কোন নিরাপত্তা থাকবে না।
স্থানীয় রাজু মিয়া সাথে কথা হলে বলেন, সাংবাদিক শুভর এখানে কোন দোষ ছিল না।