অন্যান্য

গাইবান্ধায় সকালের সংযোগ২৪ এর সাংবাদিককে খুনের হুমকি

  প্রতিনিধি 1 October 2024 , 8:39:11 প্রিন্ট সংস্করণ

মো: শুভ ইসলাম

ক্রাইম রিপোর্টার গাইবান্ধা।

সকালের সংযোগ ২৪ এর রিপোর্টার : মো: শুভ ইসলাম কে খুনের হুমকি দেয় মো: জাহাগীর মিয়া, (৩৫) গ্রাম কাটিহারা।

আরো খুনি জাহাগীর মিয়া বলেন, সাংবাদিকতা বাদ দে না হলে তোক মেরে ফেলবো আমি,

সাংবাদিক শুভ এর মান হানির সময় উপস্থিত ছিলেন মো: বাবু মিয়া, গ্রাম : আনালের ছড়া, উপস্থিতি বাবু মিয়া বলেন, সাংবাদিক এর বড় ভাইয়ের সঙ্গে জাহাগীর মিয়া হালকা ঝামেলা ছিল, তার কারনে সাংবাদিক শুভ খুনের হুমকি দেন জাহাগীর মিয়া।

এই ঘটনা ঘটে গাইবান্ধা উপজেলার ১১ নং গিদারী ইউনিয়ন ৮ ওয়াড পচারকুড়ায়।

সাংবাদিক শুভ বলেন, আমার ভাইয়ের সঙ্গে কি হয়েছে হয়েছে জাহাগীর মিয়া আমাকে কেন মানহানি করলো আর খুনের হুমকি দিলে, যেহেতু খুনের হুমকি
দিয়েছে আমাকে খুন করবে তার কি ঠিক আছে। শুভ আরোও বলেন, এই বিষয়টি আইনের আওতাত আনা হোক, তা না হলে আমার জীবনের কোন নিরাপত্তা থাকবে না।

স্থানীয় রাজু মিয়া সাথে কথা হলে বলেন, সাংবাদিক শুভর এখানে কোন দোষ ছিল না।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ