অন্যান্য

গাইবান্ধায় সাপের কামড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

  প্রতিনিধি 26 August 2025 , 12:39:11 প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে তাললিমা আকতার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল দশটার দিকে নামাজে জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাললিমা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরা গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

স্বজনরা জানান, গতকাল বাড়িতে আত্নীয়-স্বজন আসছে। তাদের সাথে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাপের ছোবল দেয়। পরে সে চিৎকার করতে থাকে।

বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে দায়িত্বরত ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করেন।

তাসলিমার চাচাতো বড় ভাই নাজমুল মিয়া বলেন, সাড়ে ৬ টার দিকে তাসলিমাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে উদ্ধার করে বাড়িতে এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। সাপ কামড় দেওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি। আমাদের বাড়ি থেকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রায় আট কিলোমিটার দূরে।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো: সালাউদ্দীন আহমেদ খান বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ