সাধ আছে কিন্তু সাধ্য নেই’ একটি দরিদ্র পরিবারের নিত্যদিনের গল্প এটি। এমন পরিবারের পাশে দাঁড়াতে ইয়ুথ ফর বাংলাদেশ এর ‘ স্বনির্ভর ’ নামে একটি প্রজেক্টের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং আয় পাঁচ হাজার টাকার কম, তাদের আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করে আত্মনির্ভর করে গড়ে তোলা হয়।
এমনই উদ্যোগের অংশ হিসেবে আজ মঙ্গলবার গাইবান্ধা ডিবি রোড সংলগ্ন ডাকবাংলার মোড় এলাকায় শফিকুল ইসলাম (৩৫) নামের এক অসহায় ব্যাক্তির হাতে স্বনির্ভর প্রজেক্টের একটি দোকানের চাবি তুলে দেন। দোকানের নাম দেওয়া হয় এস,আর সাফি স্টোর।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার ইয়ুথ ফর বাংলাদেশ এর গাইবান্ধা সংগঠনের আহবায়ক মোহাম্মদ সাকুমিয়া।ভোলান্টিয়ার কামরুল হাসান, নয়ন মিয়া এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন মহলের সুশীল নেতৃবৃন্দ।
গাইবান্ধা জেলার ইয়ুথ ফর বাংলাদেশ এর গাইবান্ধা সংগঠনের আহবায়ক মোহাম্মদ সাকুমিয়া বলেন,
এর আগেও ইয়ুথ ফর বাংলাদেশ এর স্বনির্ভর প্রজেক্টের মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি,সবজি,সেলাই মেশিন, ছাগল , ভেড়া ইত্যাদি বিতরণ করেছি। আগামীতে করতে চাই।
পাশাপাশি ঢাকা ও ঢাকার বাহিরের প্রতিদিন প্রায় ১৩০০ মানুষের জন্য খাবার রান্না করে অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।