অন্যান্য

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি 19 March 2025 , 5:44:11 প্রিন্ট সংস্করণ

আসাদ উল্লাহ, ইবি

 

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

 

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে শিক্ষার্থীরা সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।

 

সমাবেশে বক্তারা বলেন, “যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

 

তারা আরও বলেন, “এই হামলায় চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ঘটেছে। বিশ্ব মানবতার এই সংকটে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে।”

 

বক্তারা আরও বলেন, “গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হচ্ছেন না, বিশ্বমানবতাই আজ দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতনের শিকার। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্বিচারে হামলা চালিয়ে আসছে। তারা শুধু যুদ্ধবিরতিই লঙ্ঘন করেনি, বরং পুরো গাজা উপত্যকা দখলের ঘোষণা দিয়েছে। সাহরিরত নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীকে জায়নবাদী রাজনীতির বাস্তবায়নের বার্তা দিচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বনেতাদের অবশ্যই এই ন্যাক্কারজনক হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ