আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করার হুমকি ইসরাইলি মন্ত্রীর

  প্রতিনিধি 17 January 2025 , 6:33:22 প্রিন্ট সংস্করণ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) তিনি এ হুঁশিয়ারি দেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির তীব্র বিরোধিতা করেছেন এই মন্ত্রী। খবর রয়টার্সের।ইসরাইলি সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল যে শুক্রবার (১৭ জানুয়ারি) মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদনের জন্য ভোট দেবে বলে আশা করা হচ্ছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনও এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।

বেন-গাভির একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ‘যে চুক্তিটি হতে যাচ্ছে তা একটি ‘বেপরোয়া’ চুক্তি। এই চুক্তি হলে শত শত ফিলিস্তিনি যোদ্ধা মুক্তি পাবে। এছাড়া গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হলে যুদ্ধের অর্জনগুলো মুছে যাবে এবং হামাস অপরাজিত থাকবে।’তিনি আরও বলেন, ‘যদি এই দায়িত্বজ্ঞানহীন চুক্তিটি অনুমোদিত এবং বাস্তবায়িত হয়, তাহলে আমরা ইহুদি শক্তির সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব।’

এর আগে বেন-গাভির, চলতি সপ্তাহে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে যুদ্ধবিরতি চুক্তি রোধ করার শেষ প্রচেষ্টায় তার সাথে যোগ দিতে আহ্বান জানান।

ইসরাইলের ১২০ আসনের নেসেটে বেন-গাভিরের দল ছয়টি আসন দখল করে আছে। ফলে তারা পদত্যাগ করলেও নেতানিয়াহুর সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কেড়ে নেওয়া যাবে না।

এর আগে দীর্ঘ ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইল। আগামী ১৯ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে