আন্তর্জাতিক

গাজায় রোববার সকাল সাড়ে ৮টায় কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি

  প্রতিনিধি 19 January 2025 , 5:42:12 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি রোববার সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে। চুক্তির মধ্যস্থতায় সহায়তাকারী কাতার শনিবার (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, আমরা বাসিন্দাদের সাবধানতা অবলম্বন করতে, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং সরকারি উৎস থেকে নির্দেশনার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।এদিকে ইসরায়েলের মন্ত্রিসভা শনিবার জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেছে। তারা বলেছে, বলেছে সকাল সাড়ে ৮টার আগে কোনো বন্দিকে মুক্তি দেওয়া হবে না।

 

যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ৭৩৭ জন বন্দি ও বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলের বিচার মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানায়, কারা বিভাগের হেফাজতে থাকা ৭৩৭ জন বন্দি ও বন্দির মুক্তির অনুমোদন দিয়েছে সরকার।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, কয়েক দিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শনিবার সকালে ইসরায়েলের মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পক্ষে ভোট দিয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ